বিএনএ, চট্টগ্রাম: মানিকছড়ি থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মোস্তাফিজুর রহমান প্রকাশ মোস্তাক’( ৩১) কে দীর্ঘ ৬ বছর পর চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার (২ ফেব্রুযারি) বিকেল পাঁচটায় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামী মোঃ মোস্তাফিজুর রহমান আবুল কাশেম কারিগরের ছেলে। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার মুসলিমপাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগির ৫ বছর বয়সের শিশু স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী। গত ২০ জানুয়ারি ২০১৯ ইং তারিখে প্রতিদিনের মত প্রাইভেট পড়ার জন্য বাসার পার্শ্ববর্তী শিক্ষকের কাছে যায়। পরর্বতীতে রাত আটটায় শিশুটি বাসায় না আসায় তার পরিবার শিক্ষকের বাসায় গেলে জানতে পারেন যে, সে শিক্ষকের কাছে আসে নাই। শিশুটির পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে রাত সারে আটটার দিকে শিশুটি কাঁদতে কাঁদতে মুসলিম পাড়া শ্মশান মাঠের দিক থেকে আসে। এসময় কান্নার কারণ জিজ্ঞাস করলে সে জানায়, মোস্তাফিজ তাকে ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে মুসলিম পাড়াস্থ ওমর আলী মেম্বারের স-মিলের দক্ষিণ পাশে শ্মশান মাঠে নিয়া যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির পরিবার মানিকছড়ি থানায় মোস্তাফিজের নামে একটি মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৬ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ / আরএস/শাম্মী