বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের প্রকাশনা সংস্থা গলুই প্রকাশনের লেখক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির ছায়ানীড় কমপ্লেক্সেএ সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনে অর্ধ-শতাধিক নবীন-প্রবীণ লেখক অংশ নেন। লেখকদের অধিকার আদায়, তরুণ লেখকদের দিকনির্দেশনা ও গলুই প্রকাশনার কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
অতিথিরা বলেন, লেখক-পাঠক-প্রকাশক একে অপরের পরিপূরক। প্রতিভা খুঁজে বের করে তার সাহিত্যকর্ম পাঠকের হাতে তুলে দেয়া একজন মেধাবী ও দায়িত্বশীল প্রকাশকের কাজ। সেটি করতে পারলেই প্রকাশক ও লেখক দুজনেই সফল। একজন ভালো লেখক পাঠক তৈরিতে বিশেষ ভূমিকা রাখতে পারেন। প্রতিভা আর মেধাকে গুরুত্ব দিলেই বেরিয়ে আসবে আগামীর শ্রেষ্ঠ লেখক। গলুই প্রকাশনের আজকের সম্মিলন প্রমাণ করে- গলুই এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারছে।
গলুই প্রকাশনের কর্ণধার কাজী সাইফুল হক-এর সঞ্চালনায় সম্মিলনের উদ্বোধন করেন লেখক ও চিকিৎসক ডা. মীর মুহাম্মদ শফিউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কবি ও কথাশিল্পী প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)।
এতে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক, কবি ও গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ আমির হোসাইন, কবি শুক্কুর চৌধুরী, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, লেখক ও সংগঠক নুরুল মুহাম্মদ কাদের, কবি ও অধ্যাপক মুহাম্মদ রুহুল কাদের, কবি ফারুক জাহাঙ্গীর, কবি পারভিন আকতার, লায়ন শওকতুল ইসলাম, প্রাবন্ধিক দিদারুল আলম সোহেল, ছড়াকার নান্টু বড়ুয়া, কবি ও সাংবাদিক ওমর ফারুক, কবি আলাউদ্দিন কবির, তরুণ কবি ও ব্যাংকার আবু ওবাইদা আরাফাত, তরুণ কবি আবদুল মান্নান, কবি ও গবেষক খোরশেদ মুকুল, কবি ও শিল্পী শের আলী পিপিএম, কবি অভিলাষ মাহমুদ, কবি মোহাম্মদ রাসেল, কবি ও গল্পকার মলি ইসলাম, কবি ও শিক্ষক মোঃ মজিবর রহমান, অধ্যক্ষ মনসুর আলম প্রমুখ। সম্মিলনে আবৃত্তি ও গান পরিবেশন করেন যথাক্রমে আবৃত্তিশিল্পী ফুরকান মাহমুদ ও কণ্ঠশিল্পী মামুন বড়ুয়া।
প্রেস বিজ্ঞপ্তি