17 C
আবহাওয়া
৬:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির শোডাউন

লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির শোডাউন

লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির শোডাউন

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে লোহাগাড়ায় উপস্থিত হলে তাদেরকে বরণ করে নেয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

বুধবার(৩ ফেব্রুয়ারী) চট্টগ্রাম থেকে লোহাগাড়ায় পৌঁছালে নেতাকর্মীদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগের নেতাকর্মীরা। প্রথমে শহিদ মিনারে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মোহাম্মদ মিয়া ফারুখ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিটু দাশ বাবলু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহীদুল কবীর সেলিম, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিদোয়ান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, সহ সভাপতি পারভেজ উদ্দিন, সহ সভাপতি সাদ্দাম হোসেন, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি হামিম হোসেন রবিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তামিম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের নেতৃত্বে কয়েকশত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

গত ২৬ জানুয়ারি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে লোহাগাড়া স্বেচ্ছাসেবক লীগের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।  তাদেরকে আজকে বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ সকল স্তরের নেতাকর্মীরা।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন কে সভাপতি, হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যানদের মধ্যে রয়েছে যথাক্রমে সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ, জয়নাল আবেদিন জনু, বেলাল উদ্দিন বেলাল, সাইফুল ইসলাম জিয়া, মামুনুর রশীদ মামুন, হারুনর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইমরান হোসেন রকি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সাদ্দাম, দপ্তর সম্পাদক রতসেন বড়ুয়া, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন অভি, সহ-প্রচার সম্পাদক, মোঃ জামাল উদ্দিন, অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল উদ্দিন প্রমুখ।

সভাপতি রিদওয়ানুল হক সুজন বলেন, দীর্ঘ ২১ বছর পর লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি দেয়ায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নিকট কৃতজ্ঞ। ইনশাআল্লাহ অচিরেই লোহাগাড়া স্বেচ্ছাসেবক লীগ কে একটু আধুনিক সংগঠনে পরিণত করা হবে।

বিএনএ/রায়হান সিকদার,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ