বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনি থেকে অপহরণের পর ১১ শিয়া মতাবলম্বী কয়লা শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে।তবে এখনও পর্যন্ত কোন সন্ত্রাসী গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
শনিবার(২ জানুয়ারি) তাদের অপহরণ করা হয়। আল-জাজিরার খবরে বলা হয় ,রোববার (৩ জানুয়ারি) পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর একজন মুখপাত্র জানান,শনিবার তাদেরকে অপহরণ করা হয় পরে কয়েকজনের মরদেহ মেলে। বন্দুকধারীরা শিয়া কয়লা শ্রমিকদের পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে ছয়জনকে হত্যা করা হয়। বাকিদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
প্রসঙ্গত, বেলুচিস্তানের রাজধানী কুয়েটায় ছয় লাখ শিয়া মতাবলম্বী হাজরা জনগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।
বিএনএ/ওজি