বিএনএ বিশ্বডেস্ক: লেবাননে যুদ্ধবিরতি হলেও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। রোববার (১ ডিসেম্বর) গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।
গাজার এক শীর্ষ মেডিকেল কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন অস্ত্র গাজায় ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এমন অস্ত্রে মরদেহ নিশ্চিহ্ন হয়ে যায়।
এর আগের দিন শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন প্রাণ হারিয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি হামলায় ৪৪ হাজার ৪২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।
বিএনএ/ ওজি/শাম্মী