25 C
আবহাওয়া
৭:৪৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আরিফা জান্নাত (৬) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফা একই এলাকার মোহাম্মদ ইমাম হোসেনের মেয়ে। সে স্থানীয় খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। একই দুর্ঘটনায় গুরতর আহত হয় মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী রিনা আক্তার আখি।

স্থানীয়রা জানায়, সকালে সিএনজিচালিত অটোরিকশা যোগে মাদ্রাসা যাওয়ার পথে খেয়ারহাট বেড়িবাঁধ এলাকায় দ্রুতগতির মাহিদ্রা ভোলারো মড়েলের একটি পিকআপ অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আরিফা ও আহত রিনা। পিকআপ ড্রাইভাররা মাদকাসক্ত থাকার কারণে তারা বেপরোয়া গতিতে গাড়ি চালায় ফলে প্রায় ছোট খাটো দুর্ঘটনার ঘটনা ঘটে। কেউ মারা গেলে তখন দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ প্রচার হয়। কিন্তু কেন দুর্ঘটনা ঘটলো ড্রাইভারের কোন দোষ ছিল কিনা সেটা কেউ খোঁজ নেয় না। সড়কে চলাচলকারি বেশিরভাগ ড্রাইভার মাদক সেবি। মূলত মাদকাসক্ত ড্রাইবিং এর কারণেই দুর্ঘটনা ঘটছে বেশি।

মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান জানান , অটোরিকশায় ৬ শিশু শিক্ষার্থী ছিল। তারা আরবি পরীক্ষা দিতে বাড়ি থেকে মাদরাসায় আসছিল। এ সময় দুর্ঘটনা ঘটে।

সাহেরখালী ইপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষর্থী নিহতের খবর শুনে তাদের বাড়ি গিয়ে পরিবারকে স্বান্তনা দিয়েছেন। আহত শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর রাখছেন। এছাড়া সড়কে গাড়ি চালকদের মাদক মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিএনএ/ আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ