বিএনএ, ক্রীড়া ডেস্ক : ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে টানা তিন ম্যাচে হারাল বাংলাদেশ বৃহস্পতিবার(২ ডিসেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে নাটকীয় জয় পেল বাংলাদেশ যুবারা।তিনটি করে উইকেট নিয়েছেন সাকিব-মেহরাব দুজনই।
টস হেরে আগে ব্যাট করে মাহফিজুলের ৫৬ ও প্রান্তিক নওরোজ নাবিলের ৬২ রানে স্কোরবোর্ডে ২৩০ রান দাঁড় করায় বাংলাদেশ যুব দল। ব্যাটিং করতে নেমে ২২৪ রানে থমকে যায় ভারত। বাংলাদেশ জিতেছে ৬ রানে।
শুরুতে ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ২৩০ রান করে বাংলাদেশ। দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন দুজন । তারা হলেন- মফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল। ৭৯ বলে ৫৬ রান করেন মফিজুল। তার ইনিংসে ছিল ৮টি চারের মার।নাবিল ৬৫ বলে খেলেন ৬২ রানের ইনিংস।
বাকিদের মধ্যে মোহাম্মদ ফাহিম ২১, নাইমুর রহমান ২০ ও ইফতেখার হোসেন ১৫ রান করেন। ভারতের হয়ে ৫৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন রিশিত রেড্ডি। দুটি করে উইকেট পান গার্ভ সাংওয়ান ও নিশান্ত সিন্ধু।
বাংলাদেশের দেওয়া ২৩১ রানের টার্গেটে খেলতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের অংক্রিশ রাগুভানশি ওপেনিংয়ে নেমে ১১৯ বলে ৮৮ রান করেন। । অন্য ওপেনার অবশ্য আউট হয়ে যান মাত্র ৮ রানে। দলীয় ১৭৮ রানে রাগুভানশি আউট হন রিপন মণ্ডলের বলে। বাকিদের মধ্যে আরিয়ান দালাল ৩৯, নিশাত সিন্ধু ২৩ , ইয়াশ ধুল ১৪, রাজাংগাদ বাওয়া ১৯ ও গার্ভ ১২ রান করেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও মেহরব হাসান। দুই উইকেট পান রিপন।
বিএনএ/ ওজি