21 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপি নেতারা আইন-আদালতের তোয়াক্কা করে না-ওবায়দুল কাদের

বিএনপি নেতারা আইন-আদালতের তোয়াক্কা করে না-ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

বিএনএ, ঢাকা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না ।  বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মন্ত্রী তার বাসভবনে এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।

ঢাকা সিটিতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, বেশকিছু পরিবহন তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের আবারও অনুরোধ করছি, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ