24 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সেন্টমার্টিনে বিদ্যুৎ ফিরেছে 

সেন্টমার্টিনে বিদ্যুৎ ফিরেছে 


বিএনএ, টেকনাফ : দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুৎ ফিরেছে। ফলে দ্বীপের হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। এর আগে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন ছিলেন সেন্টমার্টিনবাসী।

সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যার কারণে বিদ্যুতের এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এখন ঠিক হয়ে গেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘একদিন পর দ্বীপবাসী বিদ্যুৎ পেয়েছে। মূলত দ্বীপে যে প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহ করে; তাদের সফটওয়্যারের সমস্যার কারনে বিদ্যুৎ বন্ধ ছিল, এখন পাওয়া যাচ্ছে বিদ্যুৎ।

এদিকে গতকাল ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়েছিল, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যার সার্ভারে সমস্যা দেখা দেয়। যার কারণে রিচার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামার যৌথভাবে সমস্যা নিরসনে চেষ্টা করে যাচ্ছে। সাময়িক এ সমস্যার জন্য তারা দুঃখও প্রকাশ করেছিল।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ