বিএনএ,ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন । সকাল ১০টা ৩০ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবল দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।
শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিজয়ী হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বাফুফে ভবনে উষ্ণ সংবর্ধনার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ৪টায় ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৭টায় বাফুফে ভবনে পৌঁছান সাফজয়ী ফুটবলাররা। বাফুফে ভবনে তাদের ফুল দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারাও। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবলারদের আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বিজয়ী দলের জন্য ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি নিজেই দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের চেক তুলে দেন, যা নারী ফুটবলারদের সাফল্য উদযাপনে এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিএনএনিউজ / আরএস/হাসনা