28 C
আবহাওয়া
১২:০৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » সিএমপির ৪ থানায় ওসি’র রদবদল

সিএমপির ৪ থানায় ওসি’র রদবদল

এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৪ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে ও তিন জন পুলিশ পরিদর্শক পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই বদলী ও পদায়ন করা হয়।

রদবদলের বিষয়টি নিশ্চিত করেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।

পুলিশ পরিদর্শক এস. এম ওবায়েদুল হককে কোতোয়ালী থানায় পদায়ন এবং কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীরকে চান্দগাঁও থানায় বদলি করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি মোঃ খাইরুল ইসলামকে ডিবি-বন্দরে পুলিশ পরিদর্শক পদে এবং বাকলিয়া থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমকে পুলিশ পরিদর্শক হিসেবে সিটিএসবিতে বদলি করা হয়েছে। পতেঙ্গা থানার ওসি মোঃ আফতাব হোসেনকে বাকলিয়া থানায় এবং সিটিএসবির পুলিশ পরিদর্শক মোঃ কবিরুল ইসলামকে পতেঙ্গা থানার ওসি পদে পদায়ন করা হয়েছে। সিএমপির পুলিশ পরিদর্শক সাজেদ কামালকে সিটিএসবির পুলিশ পরিদর্শক পদে বদলি করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ