18 C
আবহাওয়া
৬:১১ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » নেত্রকোনায় দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বিএনএ, নেত্রকোনা: নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (পূর্ব) অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান।

আটককৃতরা হচ্ছে জেলার মোহনগঞ্জ উপজেলার মানশ্রী গ্রামের গোলাম মোস্তফার পুত্র মো. আলমগীর হোসেন (২৬) ও আটপাড়া উপজেলার বামন্দি গ্রামের আলিম উদ্দিনের পুত্র মো. সুমন মিয়া (২৯)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (পূর্ব) অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে  একটি দল মঙ্গলবার রাতে সোয়া ১১টার দিকে আটপাড়া উপজেলার কাউপুর গ্রামের পশ্চিমপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বেচাকেনাকালে ১ কেজি ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।বুধবার বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএ/ফেরদৌস, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার তিতাসের অভিযানে আরও ৮শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রিসার্চ ছাড়া ফুড রিলেটেড প্রজেক্ট লঞ্চ করা যাবে না--উপদেষ্টা শারমীন শ্রম মন্ত্রণালয়ের ২১০ কর্মকর্তা-কর্মচারী একযোগে বদলি সাংবাদিক শিল্পীর পরিবারকে অবরুদ্ধ, বিচার দাবি সিএমইউজের একুশে পদকপ্রাপ্তদের গ্রুপ ফটোসেশনের রেওয়াজ পরিবর্তন হচ্ছে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা মন্ত্রণালয়ে বিবৃতি জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে হবে-পার্বত্য উপদেষ্টা বায়ুদূষণ ও পলিথিন বিরোধী অভিযান: ৪০ লাখ টাকা জরিমানা