বিএনএ নরসিংদী: নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে পাইকারী কাপড়ের বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে।মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে বাজারের নিমতলায় লুঙ্গিপট্টিতে এই অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম ও ব্যবসায়ীরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে বাজারের লুঙ্গিপট্টির কাপড়ের দোকানে আগুনের ধোয়া দেখতে পায় স্থানীয়রা। পরে পানি ও অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। এরমধ্যে বেশকিছু সংখ্যক দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
এরপর মাধবদী ও নরসিংদীর মোট ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে না পারলেও লুঙ্গি, শাড়ি, চাদর, থ্রি-পিসসহ বিভিন্ন কাপড়ের কমপক্ষে ৩০টি দোকান পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিএনএনিউজ/আরকেসি