25 C
আবহাওয়া
৬:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হিল্লোলকে (৪২) আটক করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে সদর উপজেলার কালিচরনপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারের আফাঙ্গীর ইলেকট্রনিক্স এন্ড ক্রোকারিজ দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ঝিনাইদহ পৌর ছাত্রলীগের কাজী রাকিবুল হাসান ওরফে হিল্লোল পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পাপনি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য বয়ড়াতলা বাজারে একজন অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযানে যায়। এসময় র‌্যাবের অবস্থান টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় । এসময় তার হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিএনএ নিউজ/আতিক/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ