বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে ১০টি পূজামণ্ডপে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের দায়িত্বশীল ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে এই অর্থসহায়তা বিতরণ করা হয়।
বুধবার (২ অক্টোবর) রাতভর উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে এই সহায়তা বিতরণ করেন জামায়াতের নেতাকর্মীরা।
এই সময়ে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান খোকা,সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ ও বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন,সেক্রেটারি মাহফুজ কলি, জামায়াত নেতা আব্দুল করিম,নুরুল করিম,আব্দুল কাদের,আবু তৈয়ব,মো. ফয়সাল উপস্থিত ছিলেন।
জামায়াত নেতারা জানান,ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকতে চায়। এই সহায়তা তারই একটি প্রতিফলন।
বিএনএনিউজ/ নাবিদ/ এইচ.এম।