25 C
আবহাওয়া
৬:৩০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার প্রশিক্ষণ কোর্স চালু হচ্ছে

চট্টগ্রামে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার প্রশিক্ষণ কোর্স চালু হচ্ছে

কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার চালু হচ্ছে প্রশিক্ষণ কোর্স

বিএনএ, চট্টগ্রাম: কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৪ এর প্রশিক্ষণ কোর্স চালু হচ্ছে। সাত সপ্তাহের এ কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার। ৪ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এ কোর্সটি চালু থাকবে। আগ্রহীরা ৪ হাজার ৫ শত টাকায় এ কোর্সে অংশগ্রহণ করতে পারবে। বেসিক ইনস্টিটিউট অব ট্যাক্সাসন এন্ড প্র্যাকটিক্যাল একাউন্টস এ কোর্সের আয়োজন করেছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৪টায় ফ্রি ওরিয়েন্টেশন ও উদ্বোধনী ক্লাসের আয়োজন করা হয়েছে। এ ওরিয়েন্টেশন কোর্সটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি আগ্রাবাদ সিজিও বিল্ডিংয়ের হল রুমে।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ মো. আবু তাহের।

সভাপতিত্ব করবেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম মহিউদ্দিন সারোয়ার, উদ্বোধনী প্রশিক্ষক থাকবেন এস আহমেদ এন্ড কোং এর ম্যানেজিং পার্টনার মো. এরাদত উল্লাহ এফসিএ, মুখ্য আলোচক থাকবেন ট্যাস্কেস আপিল্যাট ট্রাইব্যুনালের সাবেক সভাপতি মোহাম্মদ সোলায়মান এফসিএ।

এছাড়াও বেসিক ইনস্টিটিউট অব ট্যাক্সাসন এন্ড প্র্যাকটিক্যাল একাউন্টসের পরিচালক মোহাম্মদ জামসেদ আলমের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পারসন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী (ইরান), আইসিএবি চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম এফসিএ, এমআরএইচ দে এন্ড কোং এর পার্টনার সুমন চন্দ্র দে এমবিএ, এফসিএ এবং আইসিএবি চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মো. মনিরুজ্জামান এফসিএ।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ