বিএনএ, ফেনী : ফেনী পৌরসভার ১৩ নং ওয়ার্ডের রাজা বাড়ি নিবাসী বিধবা সাফিয়া খাতুনকে নতুন ঘর উপহার দিলেন ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
বিধবা সাফিয়ার স্বামী সন্তান নেই। সেটা জেনে মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসেন ফেনী পৌরসভার মেয়র। এসময় সাফিয়াকে একটি গরু উপহার দেয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন খান, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল মতিন, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন সুমন, শিক্ষা মানব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুসা, জেলা যুবলীগের সহ সভাপতি শহীদ উল্ল্যাহ, পৌর তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী সাহাব উদ্দিন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন, ওয়ার্ড ছাএলীগ সভাপতি জাহিদুল হাসান, সাধারন সম্পাদক পারভেজ হোসেন বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ।
বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/ এইচ.এম।