বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় নির্মাণাধীন সাত তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মো. আরাফাত (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে সিজিএস কলোনীতে এ দুর্ঘটনা ঘটে। আরাফাত গাইবান্ধা সদর থানার লক্ষ্মীপুর ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক(এসআই) নুরুল আলম আশিক গণমাধ্যমকে জানান, আরাফাত নামে এক নির্মাণ শ্রমিক ভবনের সাত তলায় কাজ করদে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় সে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনএ/ ওজি