সেই ড্রেনের ওপর দেয়াল নির্মাণ
15 C
আবহাওয়া
৫:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » সেই ড্রেনের ওপর দেয়াল নির্মাণ

সেই ড্রেনের ওপর দেয়াল নির্মাণ

সেই ড্রেনের ওপর দেয়াল নির্মাণ

বিএনএ, চট্টগ্রাম:  চট্টগ্রামে আগ্রাবাদস্থ শেখ মুজিব রোডে আবর্জনায় ভর্তি ড্রেনে পড়ে সাদিয়া(২০) নামে  আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের(আই আইইউসি) প্রথম বর্ষের এক ছাত্রীর মৃত্যুর পর সিটি করপোরেশন সেই ড্রেনের ওপর দেয়াল নির্মাণ করেছে।

May be an image of outdoors and brick wall

গত সোমবার(২৭সেপ্টেম্বর) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। নিকটস্থ মাজার গেইট এলাকা হতে চশমা কিনে মামার সঙ্গে বাসায় ফিরছিলেন। প্রায় সাড়ে ৪ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়।

আগের নিউজ পড়ুন: চট্টগ্রামে চশমা কিনে জীবিত বাড়ি ফেরা হলো না কলেজ ছাত্রীর

 

বিএনএ নিউজ ২৪ ডটকম, এসজিএন

Total Viewed and Shared : 1 12 , 12 views and shared


শিরোনাম বিএনএ