20 C
আবহাওয়া
৯:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাই ও সাটুরিয়া থানাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৪০

ধামরাই ও সাটুরিয়া থানাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৪০


বিএনএ, সাভার:বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়া থানা এলাকার লোকজনের মধ্যে ভয়াবহ এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে সেনাসদস্যসহ বিবদমান দু’এলাকার কমপক্ষে ৪০জন আহত হয়েছে।শুক্রবার(১ অক্টোবর) সন্ধ্যা অনুমান ৬টার দিকে ফুকুরহাটি কান্দাপাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।আহতদের মধ্যে অন্তত ১১জনের অবস্থা গুরুতর। ঘন্টাব্যাপী চলা এ রক্তক্ষয়ী সংঘর্ষ ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুকুরহাটি কান্দাপাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় ম্যাচে শুক্রবার বিকেলে ঢাকা জেলার ধামরাই উপজেলার কামারপাড় ফুটবল একাদশ ও বালিয়া ফুটবল একাদশ অংশ নেয়। এ ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাটুরিয়া উপজেলা আওয়াীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন। সাড়ে ৫টার দিকে খেলাটি শুরু হয়।

খেলা শুরু থেকেই আয়োজক কমিটি বালিয়া ফুটবল একাদশের পক্ষাবলম্বন করেন। এতে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান কামারপাড়া ফুটবল একাদশের টিম ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন দেলু। পুরো ম্যাচজুড়ে বিরাজ করে চরম উত্তেজনা। নির্ধারিত সময় শেষে বালিয়া ফুটবল একাদশের কাছে ১-০ গোলে হেরে যায় কামারপাড়া ফুটবল একাদশ।

রেফারির লম্বা বাঁশির সুর বাজার সঙ্গে সঙ্গে হিংস্র হায়েনার মতো লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আয়োজক কমিটিসহ এলাকাবাসী। কামারপাড়াবাসী আত্মরক্ষার চেষ্টা করলে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায় দুই থানা এলাকার লোকজনের মধ্যে। প্রায় ঘন্টাব্যাপী চলে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। এতে উভয় এলাকার কমপক্ষে ৪০ব্যক্তি আহত হয়।
আহতদের মধ্যে কামারপাড়া ফুটবল একাদশের টিম ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন দেলু, কামারপাড়া এলাকার সেনা সদস্য মোঃ জসীম উদ্দিন, সিঙ্গাপুর প্রবাসী মোঃ সেলিম হোসেন, মোঃ শরীফ হোসেন, শফিকুল ইসলাম, মোঃ ফিরোজ ও মোঃ সুলতান উদ্দিনসহ ১১জনের অবস্থা গুরুতর বলে নিশ্চিত করেছে কামারপাড়া টিম ম্যানেজমেন্ট।

কামারপাড়া ফুটবল একাদশ তাদের বহনকারি গাড়ীযোগে নিজ এলাকায় ফেরার পথিমধ্যে কান্দাপাড়া-ফুকুরহাটি এলাকাবাসী ৩০-৪০টি মোটরসাইকেলযোগে ধাওয়া করে খাসিয়ালী কৃষ্ণপুর লোহার ব্রিজের কাছে এসে রাত সাড়ে ৭টার দিকে অ্যাটাক করে। এরপর গাড়ী থেকে টেনে হেঁচড়ে নীচে নামিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।

কামারপাড়া ফুটবল একাদশের টিম ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমরা ম্যাচে বেশ প্রাধান্য বিস্তার করেছিলাম। আক্রমণ গড়ে তুললেও আয়োজক কমিটির পক্ষপাতিত্বের কারণে শেষমেশ আমাদের ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়। রেফারি লম্বা বাঁশি বাজাতেই আমাদের ওপর ওরা হামলা চালায়। আমরা প্রতিহত করতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। পথিমধ্যে তারা আমাদের অ্যাটাক করে দ্বিতীয়বার মারধর করে। সাটুরিয়া থানা পুলিশ আমাদের উদ্ধার করে।
বিএনএ/ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ