বিএনএ, ঢাকা: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে এনসিপি। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সারজিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপির গুলশানের অফিসে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় । প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শামান্তা শারমিন, আরিফুর ইসলাম প্রমুখ।
বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেন সারজিস আলম। তিনি লেখেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।”
বিএনএ/শাম্মী