বিএনএ,ক্রীড়া ডেস্ক : ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বাগড়া দিল দ্বিতীয় দফার বৃষ্টি। প্রথম ধাপে ম্যাচের পঞ্চম ওভারে বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায় প্রথম ধাপে বৃষ্টি থামার পর খেলা শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
শনিবার (২ সেপ্টেম্বর) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ভালো শুরুর ইঙ্গিত দেয়। বৃষ্টির আগ পর্যন্ত ৩ উইকেটে ১১.২ ওভারে ৫১ রান।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ শুরু হয়েছ ভারতের এশিয়া কাপ মিশন। অন্যদিকে, আসরের প্রথম ম্যাচে গত ৩০ আগস্ট নেপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল জয়ে শুভসূচনা করে পাকিস্তান। পুরো দলই আছে দারুণ ছন্দে। নেপাল ম্যাচে জয়কে ভারত মহারণের আগে ভালো প্রস্তুতি হিসেবে দেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এবার মাঠে তার প্রতিফলন কতটা দেখাতে পারেন সেটাই দেখার।
দীর্ঘ সময় পর ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুদল। সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পরস্পর দেখা হয়েছিল তাদের। সেই ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ৮৯ রানে হেরেছিল পাকিস্তান। তবে, টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া গত এশিয়া কাপে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান।
বিএনএ/ ওজি