20 C
আবহাওয়া
১১:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

রাজধানীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

রাজধানীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

বিএনএ, ঢাকা: রাজধানীর শ্যামপুরে জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে বাস ও পিকআপ কাউন্টার দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রনি (৩৫), মিরাজ (২৫), সোহাগ (২০), জামাল (৪০), মাসুম (২৮),ও পথচারী পারভেজ (১৬)।

আহত রনি বলেন, বিক্রমপুর প্লাজার সামনে বাস ও পিকআপ কাউন্টার দখলকে কেন্দ্র করে বাবু গ্রুপ ও আরিফ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমিসহ ৬ জন আহত হই। পরে আহত অবস্থায় আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। আহতদের মধ্যে পারভেজ নামে এক পথচারীও রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শ্যামপুরের জুরাইন এলাকা থেকে আহত ৬ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি শ্যামপুর থানাকে জানিয়েছি।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ