20 C
আবহাওয়া
১২:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানের কাছে ১৫৫ রানে হেরেছে হংকং

পাকিস্তানের কাছে ১৫৫ রানে হেরেছে হংকং

১৫৫ রানে হেরেছে হংকং

বিএনএ ডেস্ক: এশিয়া কাপ থেকে ছিটকে পড়লো হংকং। টিকে থাকা ম্যাচে পাকিস্তানের কাছে ১৫৫ রানে হেরেছে তারা।

পাকিস্তানের দেয়া ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় হংকং। ১০.৪ ওভারে ৩৮ রানে অলআউট হয় হংকং। তাদের কোন ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন নি।

পাকিস্তানের হয়ে শাদাব খান ৪টি, মোহাম্মদ নওয়াজ ৩টি নাসিম শাহ ২টি ও ১টি উইকেট শিকার করেছেন শাহনেওয়াজ দাহানি।

এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে খেলা শুরু হয়। টস হেরে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে বাবর বাহিনী।

ওপেনিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেন নি অধিনায়ক বাবর। দলীয় ১৩ রানের মাথায় ৮ বলে ৯ রান করে ফিরে যান তিনি। মোহাম্মদ রিজওয়ানের সাথে যোগ দেন ফখর জামান। দুজনে মিলে দারুণ জুটি গড়ে এগিয়ে নিয়ে যান দলকে। দলীয় ১২৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ৪১ বলে ৫৩ রানের অসাধারণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন ফখর জামান।

এরপর বাবর আজমের সাথে যোগ দেন খুশদিল শাহ। দুজনে মিলে শেষ করেন নিজেদের ইনিংস। রিজওয়ান ৫৭ বলে ৭৮ আর ১৫ বলে ৩৫ করে অপরাজিত থাকেন খুশদিল।

পাকিস্তানের উইকেট পড়ার পর হংকং এর উল্লাস
পাকিস্তানের উইকেট পড়ার পর হংকং এর উল্লাস

হংকং-এর পক্ষ এহসান খান ২ উইকেট শিকার করেন। এছাড়া আর কোন বোলার তেমন সুবিধা করতে পারেন নি।

পাকিস্তান একাদশ:
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ, শাহনেওয়াজ দাহানি

হংকং একাদশ
নিজাকত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তজা, বাবর হায়াত, কিঞ্চিত শাহ, আইজাজ খান, জিশান আলী, স্কট ম্যাককেনি, হারুন আরশাদ, এহসান খান, আয়ুষ শুক্লা, মোহাম্মদ গজানফর।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ