20 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে নববধূর মরদেহ উদ্ধার

রাউজানে নববধূর মরদেহ উদ্ধার

রাউজানে নববধূর মরদেহ উদ্ধার

বিএনএ, রাউজান : চট্টগ্রামের রাউজান উপজেলায় বিয়ের ১৯ দিন পর শ্বশুরবাড়ি থেকে নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কমলার দীঘি এলাকায় শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জাহেদা আফরিন (২৬) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মো. ইউসুফের মেয়ে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ১৯ দিন আগে নোয়াপাড়ার আবু তাহেরের ছেলে মো. ইসমাইলের সঙ্গে আফরিনের বিয়ে হয়।

আফরিন তার শোয়ার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে শ্বশুরবাড়ির লোকজন দাবি করলেও, নিহতের স্বজনরা এটিকে ‘পূর্ব পরিকল্পিত হত্যা’ বলে দাবি করেছেন।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন বলেন, আমরা ওই বাড়িতে গিয়ে দেখি বিছানায় গৃহবধূর মরদেহ পড়ে ছিল। পরে আমরা মরদেহ থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আব্দুল্লাহ আল হারুন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ