14 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চবি ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া- পাল্টা ধাওয়া

চবি ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া- পাল্টা ধাওয়া

চবি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া

বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে  ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বিবাদমান দুই গ্রুপ হচ্ছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বগিভিত্তিক গ্রুপ সিএফসি ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সিক্সটি নাইন। এর মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইন নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

সূত্রে জানা যায়, কথা-কাটাকাটিকে কেন্দ্র করে বিকেল সাড়ে ৩টার দিকে জিরো পয়েন্ট এলাকায় দুই গ্রুপের জুনিয়রদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি পুলিশের সহযোগিতায় তাদেরকে শান্ত করে। ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, জুনিয়রদের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছিল। আমরা সিনিয়ররা বসে সেটা সমাধান করে দিয়েছি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, দুই গ্রুপের জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত।

বিএনএনিউজ২৪ডটকম/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ