20 C
আবহাওয়া
১২:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » নাশকতার মামলায় চট্টগ্রাম বিএনপির ১৫ নেতার জামিন

নাশকতার মামলায় চট্টগ্রাম বিএনপির ১৫ নেতার জামিন

টেকনাফের ইউএনও'র ভাষা মাস্তানের চেয়ে খারাপ

বিএনএ, ঢাকা : চট্টগ্রামের নাশকতার মামলায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ ১৫ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও রিয়াজ উদ্দীন খানের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত অন্যরা হলেন, চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম-আহবায়ক এসএম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুর আলম, সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন ও যুগ্ম-আহবায়ক আসিফ চৌধুরী লিমন। জামিনপ্রাপ্তদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, এডভোকেট আশরাফ জালাল খান মনন ও ব্যারিস্টার মাহদীন চৌধুরী।

মামলাগুলোর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন ও ব্যারিস্টার মাহদীন চৌধুরী।

গত ২৯ মার্চ চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ হামলায় কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়। ওই মামলা দুটিতে বুধবার হাইকোর্ট থেকে ১৫ নেতা জামিন পেলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ