বিএনএ ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিকে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে পর্তুগাল। বুধবার (১ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত আইরিশদের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল পর্তুগিজরা। শেষ মুহূর্তে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন সিআর সেভেন।
শুধু তাই নয়, পর্তুগালের ২-১ গোলে জয়ের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে এককভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ মহাতারকা। ইরানের আলী দাইয়ীরকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলের (১১১) মালিক এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এই দুজনই এখন একশ’র বেশি গোলের মালিক।
বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথমার্ধের শেষ মিনিটে গোল হজম করে পর্তুগিজরা। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আইরিশদের বিপক্ষে গোল পেতে বেশ সময় ক্ষেপণ করতে হয়।
গোল দিয়ে রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে আয়ারল্যান্ড। কোনোভাবেই তাদের জমাট রক্ষণে চিড় ধরাতে পারছিল না ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। বল দখল, পাস, শট সবকিছুতে যোজন যোজন এগিয়ে থেকেও সমতাসূচক গোলের দেখা পাননি ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা কিংবা দিয়োগো জোতার মতো ক্লাব ফুটবলের ইনফর্ম তারকারা।
চাপও বেড়ে চলছিল। দারুণ এক জয়ের অপেক্ষায় আইরিশরা। কিন্তু, ৮৮ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর ৮৯ মিনিটে গিয়ে কর্নার থেকে আসা বল হেডে গোল করেন রোনালদো।
এরপর আইরিশদের হৃদয় ভাঙার জন্য ম্যাচের অন্তিম মুহূর্তটাকেই বেছে নিলেন সদ্যই ম্যানচেস্টারের রেড ডেভিলদের ডেরায় ফেরা রোনালদো। অতিরিক্ত সময়ে ৬ মিনিটের মাথায় আবারও গোলের দেখা পান তিনি। এবারও ডি বক্সের ভেতরে জোরালো হেডে গোল নিশ্চিত করেন এই তারকা। সেইসঙ্গে পর্তুগালের হয়ে গত ৪৭ ম্যাচে ৫০ গোল করার কৃতিত্ব দেখান সিআর সেভেন।
‘এ’ গ্রুপের খেলায় চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। এক ম্যাচ কম খেলা সার্বিয়া ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ।
বিএনএনিউজ/আরকেসি