19 C
আবহাওয়া
৩:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল

কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল

sahid minar

বিএনএ ডেস্ক :  কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনতার দ্রোহযাত্রা। এতে অংশ নেওয়া হাজারো মানুষের মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গন। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শিক্ষক-শিক্ষার্থী-জনতার দ্রোহযাত্রা। বিকাল পৌনে ৪টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণগ্রেপ্তার বন্ধ, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে আজকের দ্রোহযাত্রা আয়োজন করা হয়েছে।

শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে দুপুর ২টা থেকেই ছাত্র-জনতা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হন। এতে শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মোহাম্মদ। দ্রোহযাত্রায় অংশ নেওয়াদের বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে অধিকার আদায়ের জন্য এতো মানুষ প্রাণ দেওয়ার নজির বিশ্বে নেই বললেই চলে। একটি আন্দোলনকে ধামাচাপা দিতে চেয়ে অন্য বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। এসময় ছাত্র হত্যার সঙ্গে জড়িত যারা তাদের সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
বিএনএ/ ওজি/হাসনা


শিরোনাম বিএনএ