25 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩১৬

কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩১৬


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। এ দুর্যোগে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে এবং অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। নিখোঁজের সংখ্যাও বেড়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলোতে খবরে বলা হচ্ছে, বুধবার ২২৭ জন নিখোঁজের তথ্য দিলেও বৃহস্পতিবার (১ আগস্ট) কর্তৃপক্ষ জানায়, এই সংখ্যা ২৪০। এরমধ্যে ২৭ শিশু ও ৭৬ নারী। প্রাণহানি আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। দুর্গত এলাকায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনা ও নৌসহ বিভিন্ন বাহিনীর ১ হাজার ৬শ’র বেশি সদস্য।

প্রসঙ্গত, গত সোমবার (২৯ জুলাই) মধ্যরাতে রাজ্যের ওয়াইনাড় জেলায় ভারী বৃষ্টির কারণে হয় পাহাড়ি ঢল। তাতে দেখা দেয় ব্যাপক ভূমিধস। ঘুমন্ত গ্রামবাসীর ওপর নেমে আসে বিপর্যয়। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মুন্দাক্কাই এলাকা।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ