20.7 C
আবহাওয়া
৫:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৫.২৬ শতাংশ

জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৫.২৬ শতাংশ

রপ্তানি

বিএনএ, ঢাকা : চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪৫৯ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি এর আগের ২০২২–২৩ অর্থবছরের একই মাসের তুলনায় ১৫ দশমিক ২৬ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ বুধবার পণ্য রপ্তানির এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, জুলাইয়ে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩৯৮ কোটি ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আড়াই শতাংশ বেশি হয়েছে।

রপ্তানি বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

সরকার চলতি ২০২৩–২৪ অর্থবছরের জন্য মোট ৬ হাজার ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ