25 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিচ্ছে ৪ ডেঙ্গু রোগী

ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিচ্ছে ৪ ডেঙ্গু রোগী

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৬ জনের মৃত্যু

বিএনএ,ময়মনসিংহ ,হামিমুর রহমান:ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
ডেঙ্গু আক্রান্তরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার অ্যাডভোকেট আতিকুর রহমান (৪০), মহানগরীর নওমহল এলাকার খায়রুল বাসার (৪০), সদরের পরানগঞ্জের ওহাব আলী (৬৫) ও এক মেডিক্যাল শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিষয়ক ফোকাল পারসন ডা.হরিমোহন পন্ডিত নিউটন।

তিনি বলেন, হাসপাতালের তৃতীয়তলার ১৫ নম্বর মেডিসিন ইউনিটে ৩ জন ও ১৪ নম্বর ওয়ার্ডে একজন চিকিৎসাধীন আছেন। হাসপাতালে ভর্তি ৪ জনের ৩ জনই ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করতেন। তবে ডেঙ্গু আক্রান্ত মেডিকেল শিক্ষার্থী বিষয়ে কোন তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ