25 C
আবহাওয়া
৪:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বাসের ধাক্কায় স্ত্রী কন্যা নিহত: মোটরসাইকেল চালক আহত

বাসের ধাক্কায় স্ত্রী কন্যা নিহত: মোটরসাইকেল চালক আহত

বগুড়ায় মোটরসাইকেলের ২ আরেহী নিহত

বিএনএ, বগুড়া : বাসের ধাক্কায়  স্ত্রী-কন্যা নিহত এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে।রোববার (১ আগস্ট) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জের চণ্ডীহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটর সাইকেল চালক ও সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকার আলতাব হোসেনের স্ত্রী মিনু বেগম (৪০) এবং তার কন্যা আফরিন (১৫)। গুরুতর আহত আলতাব হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আফরিন পুলিশ লাইনস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান, আলতাব হোসেন তার স্ত্রী ও কন্যাকে নিয়ে মোটরসাইকেল যোগে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। চণ্ডীহারা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়েএতে হতাহতের ঘটনা ঘটে।

বিএনএনিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ