27 C
আবহাওয়া
১০:০৭ পূর্বাহ্ণ - জুলাই ২৬, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত


বিএনএ, চট্টগ্রাম : আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত করার অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে গত ২১ জুন ও ২৮ জুন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে থাকা কাস্টমস, ভ্যাট, আয়করসহ সকল দপ্তর ও বিভাগ খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তা অমান্য করে জাকির হোসেন গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রেখে আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (১) ধারা অনুযায়ী চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) (গ্রেড-৪) মো. জাকির হোসেনকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগপূর্বক সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ