বিশ্ব ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠান সৎসঙ্গ সভায় পদদলিত হয়ে ১১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
মঙ্গলবার(২জুলাই) পদদলনের ঘটনা ঘটে হাথরসের একটি প্রার্থনা সভায়।এটা ছিল ধর্ম প্রচারক ভোলে বাবার সৎসঙ্গ সভা।
ভারতীয় গণমাধ্যম জানায়, একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল মুঘলাগড়ি গ্রামে। একসঙ্গে ১০হাজারের বেশি মানুষ জমায়েত হয়েছিলেন ওই সভায়। অধিকাংশ ছিল নারী। কী কারণে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল মানুষ, পদদলনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, সৎসঙ্গ সভায় উপস্থিত মহিলাদের মধ্যে কয়েকজন প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়ে যান। এরপরই লোকজন দৌড়াদৌড়ি শুরু করলে পদপিষ্টের ঘটনা ঘটে।
মরদেহগুলোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ঘটনা তদন্তে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ৭২জনের মৃতদেহ সনাক্ত করা গেছে।
এনডিটিভি/হিন্দুস্তান টাইমস।
এসজিএন