28 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - জুলাই ৪, ২০২৪
Bnanews24.com
Home » রাবিতে ৫১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

রাবিতে ৫১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

রাবির অধীনে আসতে পারে ১০ সরকারি কলেজ

বিএনএ, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৫১৮ কোটি ৯৫ লক্ষ টাকার বাজেট পাস হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুন সন্ধ্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩২তম সভায় এই বাজেট অনুমোদন করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সভাপতিত্ব করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪-২০২৫ অর্থ বছরের মূল বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ১৪ কোটি ২ লক্ষ, স্বাস্থ্য ও সেবা খাতে ৪৭ লক্ষ, মূলধন খাতে ২৩ কোটি ২১ লক্ষ, পণ্য ও সেবা খাতে ৮৪ কোটি ৪৪ লক্ষ, বেতন ও ভাতাদি খাতে ৩০০ কোটি ৮৯ লক্ষ, পেনশন বাবদ ৯২ কোটি ৮৫ লক্ষ ও অন্যান্য বরাদ্দ ৩ কোটি ৭ লক্ষ টাকা।

এবার গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বাধিক বরাদ্দ প্রদান করা হয়েছে বলে জানা গেছে

বিএনএনিউজ/ সৈয়দ সাকিব/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ