বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটের পন্টুন থেকে জনি মুখার্জী (৪০) নামে এক যুবক কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। রোববার (৩০ জুন) দুপুর দেড়টায় জনি রাগ করে ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি বলে জানিয়েছেন স্বজনরা।
নিখোঁজ জনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকার রাধামাধব আখড়ার মৃত মুকুন্দ মুখার্জীর ছেলে।
এ বিষয়ে সোমবার (১ জুলাই) পাঁচলাইশ মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন জনির স্ত্রী মুক্তা ভট্টাচার্য্য।
এদিকে, কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটের সিসিটিভির ফুটেজে দেখা যায়, লাল শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক যুবক খুড়িয়ে খুড়িয়ে হেঁটে ফেরিঘাটের বেইলি ব্রিজ পার হয়ে পন্টুন থেকে নদীতে লাফিয়ে পড়েন। লাফিয়ে পড়া ওই যুবক জনি বলে শনাক্ত করেছেন স্বজনরা।
জনির প্রতিবেশী শ্রীচরণ বিশ্বাস জানান, জনি শারীরিক প্রতিবন্ধী। তিনি খুড়িয়ে খুড়িয়ে হাঁটেন। এলাকায় একটি দোকানে পান সিগারেট বিক্রি করে সংসার চালাতেন তিনি। রোববার দুপুরে পরিবারের সাথে ঝগড়া করে জনিকে এক নম্বর বাসে উঠে কালুরঘাটের দিকে যেতে দেখেছেন অনেকে।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী