29 C
আবহাওয়া
১২:৩৭ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ দেখা যাবে ২শ টাকায়

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ দেখা যাবে ২শ টাকায়


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ এবং ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে।

টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২শ টাকা। সর্বোচ্চ মূল্য ঠিক করা হয়েছে ১৫শ টাকা।

সাগরিকা টিকিট কাউন্টার (বিআইটিএসি সার্কেলের কাছে) এবং এমএ আজিজ স্টেডিয়ামে টিকিট কাউন্টার থেকে সকাল ৯টা ৩০মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচের দিন এবং ম্যাচের দুই দিন আগে টিকিট পাওয়া যাবে।

আগামীকাল থেকে অনলাইনের মাধ্যমেও (http://ticket.tigercricket.com.bd/registration) টিকিট ক্রয় করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য :

গ্র্যান্ড স্ট্যান্ড – ১,৫০০ টাকা

রুফটপ হসপিটালিটি- ১,৫০০ টাকা

আন্তর্জাতিক স্ট্যান্ড – ১,০০০ টাকা

ক্লাব হাউস – ৫০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা

ওয়েস্টার্ন স্ট্যান্ড – ২০০ টাকা

বিএনএনিউজ/এইচ.এম/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ