বিএনএ, ফেনী : ফেনী-১ আসনের সাংসদ, জাসদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট নারীনেত্রী শিরীন আখতার এমপির ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া বাসভবনে মেজবান ও ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়।
শনিবার (১ জুলাই) এতে ১৪ দলের নেতাকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ,সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী,বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ,সাধারণ জনগণ ও ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের ৫ হাজার মানুষ অংশ নেন।
উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল প্রমূখ।
এসময় শিরীন আখতার এমপি ও তার পুত্র ডাঃ অমিত মনসীজ অতিথিদের অভ্যর্থনা জানান।
বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম/ এইচ এইচ ।