20 C
আবহাওয়া
১১:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » হাসপাতালে ভর্তি নতুন ৪৯ ডেঙ্গু রোগী

হাসপাতালে ভর্তি নতুন ৪৯ ডেঙ্গু রোগী

ডেঙ্গু রোগী

বিএনএ, ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪৭ জন এবং ঢাকার বাইরে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছে ।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৫১ জন ডেঙ্গু রোগী  চিকিৎসাধীন রয়েছে।

ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪৫ জন এবং অন্যান্য বিভাগে ৬ জন রোগী রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ১ হাজার ১৬০ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া এ পর্যন্ত সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ১ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ড নভেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি  সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা