17 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » অ্যাম্বুলেন্সে বরযাত্রা ট্রাফিকের হাতে ধরা

অ্যাম্বুলেন্সে বরযাত্রা ট্রাফিকের হাতে ধরা

অ্যাম্বুলেন্সে বরযাত্রা ট্রাফিকের হাতে ধরা

বিএনএ, চট্টগ্রাম : কঠোর লকডাউনে বরসহ ১২ জন যাত্রী নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১ জুলাই) রাত পৌণে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দার মোড় এলাকা থেকে ওই অ্যাম্বুলেন্সটি আটক করা হয়। আদেশ অমান্য করায় চালকের বিরুদ্ধে মামলা দয়ো হয়। চকবাজার মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার থেকে  তাদের গন্তব্য ছিল নতুন ব্রিজ (শাহ আমানত তৃতীয় সেতু)।

সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট মোহাম্মদ সাহেদ জানান, রাত পৌনে ১০টার দিকে বহদ্দারহাট মোড়ে একটি অ্যাম্বুলেন্সকে সংকেত দেয়া হয়। সেখানে রোগীর বদলে দেখি  বরযাত্রীসহ নারী-পুরুষ মিলে ১২জন।ওই সময়ে কোনও ভ্রাম্যমাণ আদালত না থাকায় তাদের শাস্তির আওতায় আনা যায়নি। তবে অ্যাম্বুলেন্স ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ