27 C
আবহাওয়া
৬:১৬ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » যে কারণে হোম সোলার প্লান্ট দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে সিঙ্গাপুরে

যে কারণে হোম সোলার প্লান্ট দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে সিঙ্গাপুরে

হোম সোলার প্লান্ট

বিএনএ, বিশ্ব ডেস্ক:  একদিকে পরিবেশ রক্ষা অন্যদিকে প্রতিমাসের বিদ্যুৎ বিল সাশ্রয়ে হোম সোলার প্লান্ট দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে সিঙ্গাপুরে। দেশটির বাড়ির মালিকরা বর্ধিত বিদ্যুতের মূল্য পরিশোধে হাফিয়ে উঠছেন। যদিও দেশটির জাতীয় আয় এবং মাথা পিছু আয় বাংলাদেশের চেয়েও অনেক বেশি।

করোনা, রাশিয়ার ইউক্রেন আক্রমন, বিশ্বব্যাপি জ্বালানী তেল গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় গত দুবছরে সিঙ্গাপুরে দফায় দফায় বিদ্যুতের দাম বেড়েছে। দেশটিতে বিদ্যুত তৈরিতে প্রাকৃতিক গ্যাস, ক্রুড অয়েল ব্যবহৃত হয়ে থাকে।

হোম সোলার প্লান্ট সরবরাহকারী এক ব্যবসায়ি জানান, দৈনিক ৫/৬টি বাড়ির মালিক বর্তমানে হোম সোলার প্লান্ট স্থাপনে যোগাযোগ করছেন। এ প্লান্টের রক্ষাণাবেক্ষন খরচ তেমন নেই, তার ওপর প্লান্টের রয়েছে ২০/২৫ বছরের গ্যারান্টি।

প্রচ্ছদের ছবিতে রয়েছেন মি.অরুণ মার্তি এবং তার স্ত্রী মিসেস শেরলি অরুণ মার্তি। গত মার্চ মাসে তারা নিজেদের বাড়ি উপর ১০০টি সোলার প্যানেল বসিয়েছেন। মি.অরুণ মার্তি জানান, সূর্যের প্রখর তাপমাত্রার সময় সোলার প্লান্টে প্রচুর বিদ্যুত উৎপাদিত হয়। কিন্ত বৃষ্টির দিনে, আকাশ মেঘলা থাকলে  কিংবা রাতের বেলায় বিদ্যুৎ উৎপাদন কমে যায়। এ সময় সরকারি বিদ্যুত ব্যবহার করে থাকি। নন পিক আওয়ারে বিদ্যুতের রেটও কম থাকে। যার ফলে বাড়ির ছাদে হোম সোলার প্লান্ট স্থাপনের কারণে বিদ্যুত বিল আসে অনেক কম।

অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে বিক্রয় করেও আয় পেয়ে থাকি, জানান মি.অরুণ। সিঙ্গাপুরের জনগণ মনে করেন, লাইফস্টাইলের খরচ কমানোর চেয়ে বিদ্যুৎ বিল কমানো যুতসই এবং যথার্থ ।

সূত্র: টুডে অনলাইন ডটকম

বিএনএনিউজ২৪/সৈয়দ গোলাম নবী

Loading


শিরোনাম বিএনএ