15 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ময়মনসিংহে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোটর সাইকেল চালক নিহত

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে শালবন পরিবহনের বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে আবু বকর সিদ্দিক (৪০) ও একই উপজেলার পৌর সদরের দত্তপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে আইরিন সুলতানা (৩০)।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে ত্রিশাল বালিপাড়া সড়কের শেখবাজার করতালী ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আড়াইটার দিকে দুই মোটরসাইকেল আরোহী ত্রিশাল থেকে ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বালিপাড়া সড়কের শেখবাজার করতালী ব্রীজ এলাকায় আসতেই বিপরিত দিক থেকে আসা শালবন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

ওসি মাইন উদ্দিন আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। এই ঘটনায় শালবন বাস জব্দ করা হয়েছে। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে, নিহতদের সম্পর্ক জানা যায়নি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম