22 C
আবহাওয়া
৯:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ডলারের দাম নির্ধারণ থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক

ডলারের দাম নির্ধারণ থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

বিএনএ ডেস্ক : মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে বাজার চাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করে ডলার মূল্য নির্ধারণ করা হবে। বাজারের সঙ্গে সংগতি রেখে এবং চাহিদা বিবেচনায় ডলারের দাম নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, গত কয়েক দিনে অভ্যন্তরীণ রেমিট্যান্সের প্রবাহ দ্রুত হ্রাস পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।তিনি বলেন, ‘এটি বাজারে ডলারের স্বল্পতা তৈরি করেছে।’

এ দিকে ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। প্রতি মার্কিন ডলারের বিনিময় হার এখন ৮৯ টাকা ৯০ পয়সা।বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সকালে কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর ডলারের দামে এ পরিবর্তন এলো।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ