18 C
আবহাওয়া
১২:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর গুলি, নিহত ৪

গুলি

বিএনএ বিশ্ব, ডেস্ক: যুক্তরাষ্ট্রে কয়েকদিনের ব্যবধানে আবারও ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। একটি হাসপাতালে গুলিতে এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। গুলি করে অন্যদের হত্যা করার পর আত্মহত্যা করেছেন বন্দুকধারী।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসার একটি মেডিকেল ভবনের ভেতরে রাইফেল ও হ্যান্ডগান নিয়ে গুলি চালায় এক ব্যক্তি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বশেষ গুলির ঘটনা। খবর রয়টার্সের।

সেন্ট ফ্রান্সিস হাসপাতাল ক্যাম্পাসের বাইরে তুলসার ডেপুটি পুলিশ প্রধান জোনাথন ব্রুকস সাংবাদিকদের বলেন, বন্দুকধারীও মারা গেছেন। স্পষ্টতই একটি আত্মঘাতী আঘাতের কারণে এটি ঘটেছে।

ব্রুকস বলেন যে, পুলিশ লোকটির পরিচয় নির্ধারণের চেষ্টা করছে। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

তুলসার আরেক উপ-পুলিশ প্রধান এরিক ডালগ্লিশ বলেছেন, নিহতদের মধ্যে হাসপাতালের কর্মচারী ও রোগী রয়েছে।

আগের দিনের তুলসা পুলিশ বিভাগ বলেছিল যে, তারা গুলির ঘটনায় সাড়া দিয়েছে এবং জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলেছে।

তুলসা শহরের মেয়র জি.টি. বাইনুম হামলার খবর পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন।

তুলসা শহরটি ওকলাহোমা অঙ্গরাজ্যের রাজধানী ওকলাহোমা সিটি থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) উত্তর-পূর্বে অবিস্থিত। শহরটিতে প্রায় ৪ লাখ ১১ হাজার মানুষ বসবাস করেন।

যুক্তরাষ্ট্রে গুলির ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে এমন ঘটনা। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির রাজনীতিক থেকে শুরু করে সাধারণ মানুষও। অনেকে কঠোর বন্দুক আইন করার দাবি জানিয়েছেন।

সম্প্রতি টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে এক কিশোর গুলি চালিয়ে ২১ জনকে হত্যা করে। এর কয়েকদিন আগে নিউইয়র্কের বাফেলোতে একটি মার্কেটে গুলির ঘটনায় দশ জন প্রাণ হারান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম