24 C
আবহাওয়া
১:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

করোনা, বিশ্বে প্রাণহানি ছাড়ালো ৪৫ লাখ ৬৬ হাজার

বিএনএ, ঢাকা :করোনরায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায়  আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে ।  এ নিয়ে মারা গেছে ১২ হাজার ৬৯৪ জন।একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৮ জন।  মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনে।

বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন মারা যান।মৃত ৩৪ জনের মধ্যে বিশোর্ধ তিনজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ ১৮ জন রয়েছেন।

বিভাগওয়ারি দেখা গেছে, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম পাঁচজন, রাজশাহী পাঁচজন, খুলনা পাঁচজন, বরিশালে দুইজন, সিলেটে তিনজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ