বিএনএ, ঢাকা : রাজধানীর রামপুরা এলাকায়় মাছ ধরতে গিয়ে পানিতে নিখোঁজ রায়হান হোসেন (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা । বুধবার(২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা ব্রিজের নিচে সুইচ গেইট সংলগ্ন খালে মাছ ধরতে গিয়ে রায়হান ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেই খাল থেকে রায়হানের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি কর্মকর্তা বাবুল মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা জানতে পেরেছি, সকালের দিকে রায়হানসহ দুইজন মিলে ওইখানে মাছ ধরতে গিয়েছিল। একপর্যায়ে রায়হান পানিতে ডুবে যায়। পরে পৌনে ১১টায় সংবাদ পেয়ে ওইখানে তল্লাশি চালিয়ে পরে ডুবুরিরা রায়হানের মরদেহ উদ্ধার করে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ভূঁইয়া জানান, রায়হানসহ দুইজন সকালের দিকে রামপুরা ব্রিজের নিচে খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে রায়হান ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে। মরদেহ স্বজনদের হেফাজতে দেওয়া হয়েছে। নিহতের বাবার নাম জাহাঙ্গীর আলম। সে পরিবারের সঙ্গে বাড্ডা পোস্ট অফিস এলাকায় থাকতো।
বিএনএ/ আজিজুল, ওজি