বিএনএ, বিশ্ব ডেস্ক: আজ বুধবার(২জুন) ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ১২০জন সংসদ সদস্যের ভোটে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তিনি হবেন দেশটির ১১তম প্রেসিডেন্ট। এ নির্বাচনে প্রার্থী রয়েছেন মাত্র ২জন। যিশুস এজেন্সি চেয়ারম্যান আইজাক হারজগ যদি নির্বাচিত হন তাহলে তিনি হবেন দেশটির সাবেক প্রেসিডেন্টের পুত্র। প্রেসিডেন্টের পুত্র প্রেসিডেন্ট হবেন।সূত্র: জেরুসালেম পোস্ট।
ইসারায়েল এর প্রেসিডেন্ট নির্বাচন আজ
অন্যদিকে শিক্ষাবিদ মিরিয়াম পিরেটজ যদি নির্বাচিত হন, তিনি হবেন দেশটির প্রথম মহিলা প্রেসিডেন্ট।
গোপন ব্যালটে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নেসেটের কোন সদস্য ইচ্ছে করলে কাউকে ভোট নাও দিতে পারেন। আগামি ৯জুলাই দেশটির বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে।
বিএনএনিউজ২৪/এসজিএন