19 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে বস্তাবন্দি অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীতে বস্তাবন্দি অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান এলাকা থেকে হাবিবুর রহমান রুবেল (৩৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর হাত-পা বেঁধে বস্তার ভেতর ঢুকিয়ে রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া। তিনি বলেন, ‘আমরা সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে উত্তর গোড়ান আইসক্রিম ফ্যাক্টরির গলিতে যাই। সেখানে একটি তোশক প্যাঁচানো অবস্থায় পাই। পরে সেটি খুলে দেখা যায় একটি বস্তার ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় হাবিবুর রহমান রুবেল নামে এক যুবকের মরদেহ। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পরিকল্পিতভাবে তাকে কেউ হত্যা করে বস্তার ভেতর ঢুকিয়ে রাস্তার পাশে ফেলে গেছে।’

তিনি আরও বলেন, হাবিবুর রহমান রুবেল মাদকাসক্ত ছিলেন। বর্তমানে তিনি ভূইয়াপাড়া কমিশনার গলিতে থাকতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় এলাকায়। আমরা খোঁজ নিয়ে দেখছি নিহত ওই যুবকের নামে কোন মামলা আছে কি না। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আমরা সবকিছু মাথায় নিয়েই তদন্ত করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ