বিশ্ব ডেস্ক: গাজার সর্ব দক্ষিণের শহর রাফা এলাকায় যদি ইসরায়েল আক্রমণাত্মক স্থল অভিযান শুরু করে -তাহলে যুদ্ধ বিরতির আলোচনা বন্ধ করা হবে। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ওসামা হামদান বুধবার(১ মে) লেবানিজ চ্যানেল “আল-মানার” এর সাথে একটি সাক্ষাত্কারে এমন মন্তব্য করেন। জেরুজালেম পোস্ট।
হামদান গাজায় লড়াইয়ের কথা প্রসঙ্গে বলেন, যে “[হামাসের] প্রতিরোধ ক্ষমতা এখনও বেশি এবং প্রতিরোধ এখনও ঠিক আছে উল্লেখ করে বলেন, “গাজার মাটিতে থাকা প্রতিটি বিদেশি সশস্ত্র সৈনিক ফিলিস্তিনি জনগণের শত্রু।।”
হামাদান নিশ্চিত করেছেন যে হামাসের দুই নেতা মুহাম্মদ দেইফ এবং ইয়াহিয়া সিনওয়ারের সাথে তার যোগাযোগ রয়েছে এবং তারা গাজার পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছেন।
গাজার সর্ব দক্ষিণের শহর রাফাহ এলাকায় বর্তমানে ১৫লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি অবস্থান করছে। যেখানে ইসরায়েল অভিযান চালালে হতাহতের সংখ্যা বেশি হতে পারে। সে কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সেখানে অভিযান না চালাতে ইসরায়েলকে সতর্ক করেছে।
এদিকে কাতার,মিশর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার হামাস ও ইসরায়েল সরকারের মধ্যে ৪০ দিনের এক যুদ্ধ বিরতির চুক্তি সম্পন্ন হবার সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্ঠা চলছে। ইসরায়েলের প্রস্তাব হামাসের নিকট প্রেরণ করা হয়েছে।
এসজিএন